গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া বটতৈল কদমতলা এলাকায় মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুই নেতার ভাইসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কুষ্টিয়া বটতল কদমতলা তিন ভাই হার্ডওয়ার এর সামনে ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তিন ভাই হার্ডওয়ারের সামনে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা একটি মোটরসাইকেলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার মৃত হাজী ফজলুর রহমানের ছেলে মামুন হোসেন, জগতি মিনাপাড়া এলাকার মৃত ইমারত আলীর ছেলে আরিফ হোসেন ও মিরপুর উপজেলার সাতগাছি গ্রামের আফাজ্জেল হোসেনের ছেলে রফিকুল ইসলাম। তিনি আরো জানান, মামুন হোসেনের বিরুদ্ধে মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। অভিযান পরিচালনা করেন এস আই সামছুল। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একজন জেলা আওয়ামীলীগের সদস্যের ভাই অপরজন জেলা কৃষকলীগের সদস্যের ভাই। এরা দীর্ঘদিন ধরে দলের প্রভাব খাটিয়ে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল। এদিকে জেলা কৃষকলীগের সদস্যের ভাই মামুনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এদিকে একটি সূত্রে জানা যায়, মামুনকে মাঝেমধ্যেই তার বাড়িতে আটকে রাখা হতো। অনেকদিন থেকেই মামুন মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।