আজ (রবিবার) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় সহকারী পরিচালক সেলিমুজ্জামান শহরের আড়ুয়াপাড়া এলাকার চাঁদের পরী প্রোডাক্টসের মালিক ইলিয়াছ শাহকে পণ্যের মোড়েকে উপাদানের তারিখ উল্লেখ না থাকা, মেহেদী পেস্ট এর ড্রামে কোন লেবেল না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
পরে সেখানে স্কিন লাইট ফেয়ারনেস এন্ড ঘামাচি পাউডার হারবাল পদ্ধতিতে তৈরির মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার অপরাধে আবারো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ইলিয়াস শাহ কাছ থেকে মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অপর একটি প্রতিষ্ঠান মেসার্স বর্ণ এন্টার প্রাইজ এর মালিক সালাউদ্দিন আল মামুনকে পঁচা অল টাইম কেক দোকানে বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, ভোক্তাদের সাথে প্রতারণা করলে করো রক্ষা নেই। সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি শেখ মহিদুল হক, জেলা সেনেটারী ইনেসপেক্টর ইনসাফ হোসেন ও পুলিশ প্রশাসন।