আজ সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া কার্যালয় কর্তৃক খোকসা উপজেলায় মাতৃ ভান্ডার নামের দোজালী গুড়ের কারখানার অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া এর সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, কুষ্টিয়া খোকসা বাজারের পাশেয় নিত্য গোপাল বিশ্বাসকে ক্যামিকাল, চিনি, ডালডা, চিটাগুড় মিশিয়ে অপরিস্কার পরিবেশে গুড় তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় ১লক্ষ ও ৪৩ ধারায় ১ লক্ষ মোট ২ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন জেলা সেনেটারী ইনেসপেক্টর, খোকসা উপজেলা সেনেটারী ইনেসপেক্টর ও খোকসা থানা পুলিশ।
সেলিমুজ্জামান আরো জানান, ভেজা রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোন ভেজালকারীদের ছাড় দেওয়া হবে না। খাদ্যে ভেজাল কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।