কু্ষ্টিয়া কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন করলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো:আব্দুল মান্নান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীনুজ্জামান।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিচালক ডাক্তার মোঃ আকুল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ব্যয়বহুল দাঁতের চিকিৎসার জন্য কুমাখালী বাসীকে আর দূর্ভোগ পোয়াতে হবে না। সরকারি খরচে সরকারি হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা জনসাধারণকে বিনামূল্যে প্রদান করা হবে।
যন্ত্রপাতি না থাকায় দীর্ঘ অচলাবস্থা নিরসন কল্পে উপজেলা প্রশাসনের অর্থায়নে বুধবার সকালে হাসপাতালটির ডেন্টাল ইউনিট উদ্বোধন করা হয়।