ক্লিনিক পরিচালনায় বৈধ কোনো কাগজপত্র না থাকায় কুষ্টিয়ার কুমারখালী বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা করেছে রবিবার দুপুরে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোছাব্বিরুল ইসলাম এ দন্ড প্রদান করেন।
বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল এর স্বত্বাধিকারী মোহাম্মদ সুরুজ আলী বিশ্বাস এর কাছে প্রাইভেট হাসপাতালের পরিচালনার বৈধ কাগজ পাত্র না থাকা ও হাসপাতালের বিভিন্ন অনিয়ম অবলোকন করে নির্বাহী প্রকাশ্যে আদালতে হাসপাতাল পরিচালনা নীতিমালা অধ্যাদেশ আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন ও থানা পুলিশের একটি দল।
অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত উপস্থিত সাংবাদিকদের বলেন, জনসার্থে এরকম ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে।