জাতীয়করণের লক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করার খবরে উৎসবের আমেজ বিরাজ করছে কুষ্টিয়ার কুমারখালী পাইলট মাধ্যামিক বালিকা বিদ্যালয়।
কুষ্টিয়া জেলাধীন কুমারখালী উপজেলার নারী শিক্ষার একমাত্র অন্যতম প্রতিষ্ঠান কুমারখালী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে জাতীয় করন ঘোষনা করায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ কে কুমারখালী এমএন পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী, অভিভাবকবৃন্দ, পরিচালনা পর্ষদ, শিক্ষক কর্মচারীবৃন্দ এবং কুমারখালীর আপামর জন সাধারণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের চিঠি হাতে পাওয়ার পর বুধবার সকালে আনন্দ র্যালী ও মিষ্টি বিতরন করে আনন্দ প্রকাশ করেন এ স্কুলের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা। সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণমোড়ে সমাবেশে মিলিত হয়।
বিদালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী শিক্ষক আক্তারুল ইসলাম, সংসদ সদস্য প্রতিনিধি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মৃধা গোলাম কুদ্দুস, স্বেচ্ছাসেবকলীগ নেতা ও কাউন্সিলর মাহহবুবুর রহমান বাবু, যুবলীগ নেতা ও চাপড়া ইউপি চেয়ারম্যান মনির হাসান রিন্টু প্রমুখ।
সমাবেশে তারা জাতীয়করণের জন্য মনোনীত কলেজ হিসেবে তালিকায় যুক্ত থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফকে অভিনন্দন জানান।
কুমারখালী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, কুমারখালী এমএন পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জাতীয়করণের চিঠি মঙ্গলবার দুপুরে হাতে পেয়েছি।