শিক্ষার মানোন্নয়ন,ঝরে পড়া রোধ,শিক্ষক ও শিক্ষার্থী উৎসাহদানের লক্ষ্যে যশোর বোর্ডের আওতায় এইচ এস সি পরীক্ষা -২০১৮ এর জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী অনুযায়ী কুষ্টিয়া কুমারখালী উপজেলার সমস্ত কলেজ গুলোর মধ্যে পান্টি ডিগ্রী কলেজ প্রথম স্থান অর্জন করায় একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ইয়ুথ ডেভলপমেন্ট ফোরাম ” এর উদ্যোগে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় কলেজের অডিটোরিয়াম রুমে আনুষ্ঠানিক ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদির এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইয়ুথ ডেভলপমেন্ট ফোরাম এর চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম চপল।
এসময় ২০১৮ সালে পান্টি ডিগ্রী কলেজ হতে জিপিএ -৫ প্রাপ্ত পাঁচ শিক্ষার্থী মোঃ পিয়ারুল ইসলাম,মোঃ রাকিবুল ইসলাম, মোঃ রায়হান আহমেদ তুহিন, মোছাঃ জেসমিন খাতুন ও মোছাঃ তৃনা খাতুন কেউ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ইয়ুথ ডেভলপমেন্ট ফোরাম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ওয়াজ আলী মোল্লা, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, ক্রীড়া শিক্ষক মোঃ শাহজালাল, প্রভাষক আলাউদ্দিন, নিয়াজ উদ্দিন, মাসুদ,আব্দুল মজিদ তালুকদার, রোকনুজ্জামান, মহিউদ্দিন বিশ্বাস,সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মাহমুদ হাসান সহ প্রমুখ।