“এসেছে শত পুষ্পের দল করছি তাদের বরন। হাতে হাতে শোভা পাবে তাদের দেওয়া মন । বিশাল এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সব, সেই সৃষ্টির বরনে হচ্ছে কলরব। প্রতিদিনেই নবীন বাড়বে, প্রবীন হবে সবাই। আদর্শকে পুজি করে থাকব মোরা ভাই-ভাই। রোগে শোকে কাতর হলে, সবাই আসবে দলে-দলে করবে সবই জয়। আমরা তোমাদের পাশে থাকব, নেইকো যে আর ভয় ”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালী উপজেলাধীন পান্টি ডিগ্রি কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরন ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় কলেজর সবুজ মাঠ চত্ত্বরে এই উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পান্টি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও অত্র কলেজের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
প্রধান অতিথি বলেন,মেধাহীন কোনো জাতি উন্নতি করতে পারেনা।প্রকৃত মেধা বিকাশের মাধ্যমেই দেশ ও জাতির উন্নয়ন সম্ভব।তিনি বলেন,প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে।তিনি বলেন,শিক্ষিত,অর্ধশিক্ষিত ও অশিক্ষিত প্রতিটি মানুষেরই সমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।তিনি আরো বলেন,প্রেম,প্রীতি,ভালবাসা,দেশপ্রেম,মহাত্মবোধ সঠিক মেধা ও সাধনা ছাড়া হয়না।
বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির দাতা সদস্য মোঃ ইউসুৃফ আলী মোল্লা ও বিদ্যুতসাহী সদস্য শফিউল আলম।
পান্টি ডিগ্রি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোঃআজিজুর রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক আব্দুল কাবির,ওয়াজ আলী মোল্লা,খালেদুরজামান,,মোশারফ হোসেন,সুভাষ কুমার চাকী,বিত্ত রঞ্জন পোদ্দার, টিআর সদস্য মহিউদ্দিন বিশ্বাস,মাসুদুর রহমান,সালমা পারভীন,প্রভাষক মাসুদ মিঞা,কাজিম উদ্দিন,শহিদুল ইসলাম, আবু মুসা, রাসেল আহমেদ,রেজাউল ইসলাম,ক্রীড়া শিক্ষক মোঃ শাহজালাল সহ প্রমুখ।
এবছর পান্টি ডিগ্রি কলেজে মানবিক বিভাগে ২০০ জন,বানিজ্যে ৭০, বিজ্ঞান বিভাগে ২০ জন,বিজনেস ম্যানেজমেন্ট বিএম ৪০ জন সহ মোট ৩৩০ জন শিক্ষার্থীকে রজনীগন্ধা ফুল দিয়ে নবীন বরন করা হয়েছে।