কুষ্টিয়ার কুমারখালীতে ৯২ পিস ইয়াবা সহ দুই আসামী গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযানিক দল।
গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী উপজেলার লাঙ্গলবাধ ক্যাসেল রাস্তার উত্তর পাশে অবস্থিত জয়বাংলা বাজারে খাইরুল ইসলাম বিশ্বাসের স-মিলের সামনে থেকে মাগুরা জেলার থানার শ্রীপুর থানার তারাওউজিয়াল গ্রামের মশিউর রহমানের পুত্র জিয়াউর রহমান জিতু(৩২) ও ফরিদপুর জেলার কোতয়ালী হোগলাকান্দা গ্রামের আব্দুল মান্নাফের পুত্র মেহেদী হাসান মিতুল(৩০) কে গ্রেফতার করে।
এসময় তাদের কাছে থাকা ৯২ পিস ইয়াবা ট্যাবলেট ২টি মোবাইল ফোন ৩টি মোবাইলের সিম নগদ ৪,০০০/-(চাঁর হাজার) টাকা জব্দ করে। এসময় র্যাব উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।