কুষ্টিয়ার কুমারখালীতে র্যাবের অভিযানে ইয়াবাসহ ইমরান আলী (২৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী ইমরান আলী কুমারখালি উপজেলার মন্ডল পূর্ব মিলপাড়ার মৃত রমজান আলীর ছেলে।
র্যাব জানায়, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পূর্ব মিলপাড়া (মহাশ্বশান সংলগ্ন ভূতপাড়া) সাকিনস্থ এলাকার মৃত রমজান আলীর ছেলে মাদক ব্যবসায়ী ইমরান আলীর বশত বাড়ীতে অভিযান পরিচালনা করে ইমরান আলী ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এব্যাপারে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।