সারাদেশের পেঁয়াজের মূল্যের উর্ধ্বগতির বিষয়টিতে কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম শ্মশান ঘাট বাজারের বিভিন্ন পেয়াজের আড়ত ও দোকানে।
২ জন ব্যাবসায়ী তাদের মজুদ পেয়াজের বিপরীতে কোন বৈধ কাগজ দেখাতে না পারায় তাদেরকে ২৫০০০/- ও ১৫০০০/- টাকা সহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১ টি দোকান না খোলায় সেটি সিলগালা করা হয়।
কুমারখালী উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম খান এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুষ্টিয়ার পৌরবাজারে আজ শনিবার হঠাৎ তদারকিতে যান কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত। সকাল আটটার দিকে তিনি সরাসরি বাজারের পেঁয়াজের আড়তগুলোতে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোস্তাফিজুর রহমান, জেলা বাজার মনিটরিং কর্মকর্তা রবিউল ইসলাম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাসহ ২০ এর বেশি পুলিশ সদস্য।