কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকালে উপজেলা মহিলা অফিসের আয়োজনে ‘বাল্য বিয়ে বিরোধী ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম, চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান মনির হাসান রিন্টু , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ ফজলুল হক, জাইকার প্রতিনিধি সহ সাঁওতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ।
দাতা সংস্থা জাইকার উদ্যোগে বাল্য বিয়ে বিরোধী ক্যাম্পেইন সকল কিশোর কিশোরিদের মাঝে কুফল তুলে ধরে জনসচেতনতামূলক আলোচনা করা হয়। পরে বাল্য বিয়ে না করার শপথ করে বিদ্যালয়ের শিক্ষার্থীগণ।