কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে পুড়ে যাওয়া আলম শেখের পরিবারের পাশে দাড়ালো ইয়থ ডেভলপমেন্ট ফোরামের নামের একটি সংস্থা।
বজ্রপাতের পর অর্থের অভাবে একমাত্র বসতঘরটি পূননির্মান করতে পারছেন না দরিদ্র দিনমজুর আলম শেখের পরিবার এই রকম সংবাদ প্রকাশের পর বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে নজরে আসে সামাজিক সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের।
এর আগে ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে দিনমজুর আলম শেখের পরিবারকে ১ বান ঢেউটিন তুলে দিয়েছিলেন সংগঠনটির সদস্যরা। আজ ২য় বারের মত সিমেন্টের খুটি প্রদান করা হয়। সহযোগিতা পেয়ে খুশি ভুক্তভোগি পরিবারটি।
মানবিক সাহায্যে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।