আজ বুধবার (১৩ মে) বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন মামলার অন্তত ৯ জন আসামিকে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি মজিবুর রহমান।
গত ২২ এপ্রিল কুষ্টিয়ার কুমারখালী থানায় যোগদানের পর থেকে একেরপর এক সফল অভিযান চালিয়ে গত কয়েক দিনে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত প্রায় ৩৫ জন আসামি গ্রেফতার করেছেন অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান। তাদেরকে জেলাকারাগারে প্রেরণ করেন।
জানাযায়, অফিসার ইনচার্জ জনাব মজিবুর রহমানের নেতৃত্বে অফিসার ও ফোর্সের সহযোগীতায় কুমারখালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পলাতক ০৯ (নয়) জন আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।
ওসি বলেন, আমি থানায় যোগদান করেই আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এই থানার বিভিন্ন দাগী অপরাধীদের ধরার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি। আশা করি কুমারখালীকে একটি শান্তির জনপদ হিসেবে উপহার দিতে পারব ইনশা আল্লাহ।
এ ধারা অব্যাহত রাখতে পারলে একদিকে যেমন কমবে অপরাধ প্রবণতা অন্যদিকে উন্নতি হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি।
Discussion about this post