কুষ্টিয়ার কুমারখালীতে পৌরসভার ড্রেনে পড়ে মিরাজ হোসেন (১০) নামের বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশু’র মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সেরকান্দি পলানমোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের সূত্রে জানাগেছে, পরিবারের সদস্যদের অজান্তে মিরাজ বাড়ির বাহিরে চলে যায়। বেলা সাড়ে ১১টার দিকে তাকে সেরকারিন্দ পলানমোড় এলাকার পৌরসভার ড্রেনের ভিতর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকেরা মিরাজকে মৃত ঘোষনা করেন।
নিহত শিশু মিরাজ তেবাড়িয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট মিরাজ।
স্থানীয়দের ধারণা, রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কোন কারণে পৌরসভার ড্রেনের মধ্যে পড়ে যেতে পারে।