কুষ্টিয়া কুমারখালী ফুলতলা রেলগেট সংলগ্ন এলাকায় সকাল ১০ টার সময় মেল ট্রেনের ধাক্কায় সালমা নামের গৃহবধূ নিহত হয়েছেন।
সালমা বাড়ি রেললাইনের পাশে হাইওয়েতে পানি আনার সুবাদে প্রায় রেললাইন পার হতে হয় আজ ট্রেন আসলে সালমা গাড়ীর ধাক্কায় ঘটনা স্থানে নিহত হন।
এলাকাবাসী জানায় সালমা একটু চোখের সমস্যা কারণে এমন দুর্ঘটনা ঘটে। ঘটনা স্থানে কুমারখালী থানা পুলিশ উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে।