কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান জিহাদী বইসহ জামাত ও ছাত্রী শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে। শনিবার বিকেলে কুমারখালীর গোপালপুর গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে।
আটকৃতরা হলো-সদকী উত্তরপাড়ার বকুল প্রামানিকের স্ত্রী আফরোজা বেগম(২৬), একই এলাকার আছামুদ্দিনের স্ত্রী গোলাপীবেগম(৪০), আনারুলের স্ত্রী শুকুরন নেছা(৩০), মকুল প্রামানিকের স্ত্রী শিউলি (২৮), লিয়াকতের স্ত্রী রুজীয়া বেগম(৪৫), শহিদুলের স্ত্রী ফিরোজা বেগম(৩৮), জালালের স্ত্রী বুলু খাতুন (৪৫), আবু লাইসের স্ত্রী আছমা বেগম(৪৬), ইব্রাহিমের স্ত্রী আনান্দী খাতুন (২২), কাদেরের স্ত্রী আমেনা বেগম(৩২), কুন্ডুপাড়া এলাকার রাজ্জাকের স্ত্রী রহিমা খাতুন (৪৫), খয়ের চারা গ্রামের বক্করের স্ত্রী কুলসুম বেগম(৪০) ও তেবাড়িয়ার গ্রামের আতাহারের স্ত্রী লাল বউ(৩৫)।
পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুমারখালী থানাধীণ গোপালপুর গ্রামের জনৈক আছামুদ্দিনের বাড়ীতে জামায়াত ও ছাত্রী শিবিরের স্পর্শকাতর এ ইফেক্টিফ স্থানে নাশকতা ও অন্তর্ঘাত মূলক কর্মকান্ড করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও সরকারে ক্ষমত্যুত করার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় পুলিশের উপস্থিতি আগ থেকে টের পেয়ে বাকীরা পালিয়ে যায়।
এ ঘটনায় কুমারখালী থানায় ১৯৭৪ ধারায় স্পেশাল আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং ০৯। আটকৃদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।