চলন্ত যাত্রীবাহি সিএনজি পরিবহনের উপর নারকেল গাছের খন্ডিত অংশ পড়ে কুষ্টিয়ার কুমারখালীতে যাত্রীসহ সিএনজি চালক আহত হয়েছে। সোমবার বিকালে উপজেলার দুর্গাপুর-শিলাইদহ সড়কের বুজরুখ বাঁখই মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সিএনজি চালক হেলাল উদ্দিন (২৫) ও যাত্রী চামেলি খাতুন (২৫) কে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানাগেছে, বিকাল পৌনে ৫টার দিকে চামেলি খাতুন সিএনজিতে শিলাইদহ থেকে কুমারখালী অভিমুখে যাওয়ার পথে বুজরুখ বাঁখই মাঠপাড়া এলাকার আছামদ্দিন প্রামানিকের বাড়ির সামনে থেকে একটি নারকেল গাছের খন্ডিত অংশ চলন্ত সিএনজি পরিবহনের উপর পড়ে। এ ঘটনায় সিএনজি গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীসহ চালক আহত হয়। স্থানীয় সুত্রে জানাগেছে, আছামদ্দিন প্রামাণিক নিকট থেকে বিশাল আকৃতি নারকেল গাছটি একই গ্রামের বাদশা ক্রয় করে এবং তা কেটে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, গাছের মালিক পক্ষের লোকেরা জানান, গাছটি সড়ক সংলগ্ন হওয়ায় ক্রেতাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও তাদের ভুল কিংবা অসাবধানতার কারণে গাছের খন্ডিত একটি অংশ রাস্তা দিয়ে যাওয়া চলন্ত সিএনজির উপর পড়ে সিএনজি চালক সহ একজন নারী যাত্রী আহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত চামেলি খাতুনের অবস্থা গুরুত্ব বলে জানাগেছে। আহত চামেলি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার বোয়ালদহ হরিপুর এলাকার চাঁদ আলীর মেয়ে ও সিএনজি চালক হেলাল কুমারখালী উপজেলার মির্জাপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।