কুষ্টিয়ার কুমারখালীতে আবারও সফল অভিযান পরিচালনা করেছেন সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান।
শনিবার (৯ মে) রাতে এ বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন মামলার অন্তত ২০ জন আসামিকে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি মজিবুর রহমান।
রাতব্যাপী এ অভিযানে থানার বিভিন্ন এলাকা থেকে ২০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। এরা প্রত্যোকেই বিভিন্ন মামলার আসামি বলে জানান ওসি মজিবুর রহমান।
গ্রেপ্তার আসামিরা হলেন- ১. মোঃ জিহাদ (২৭), ২. রিয়াদ (১৮), ৩. বজলুর রহমান (৬৫), ৪. আব্দুল মজিদ (৫০), ৫. অলিউর রহমান (৩০), ৬. সিরাজুল ইসলাম (৩৫), ৭. মাসুদ (৪০), ৮. আব্দুল খালেক (৩৫), ৯. মোঃ আব্দুল আজিজ (২০), ১০. দাবু প্রামানিক (৬৫), ১১. আয় উদ্দিন (৬০), ১২. এসকেন আলী(৫০), ১৩. রফিক হোসেন (৪৫), ১৪. আলামিন (২৭), ১৫. মোহাম্মদ সানাউল্লাহ (৩৫), ১৬. আব্দুল খালেক (৪০), ১৭. রবিউল ইসলাম (৩৫), ১৮. মুন্না (২২), ১৯. বিপুল হোসেন (২৫), ২০. আক্তার হোসেন (২৫)।
তাদেরকে জেলাকারাগারে প্রেরণ করেন।
ওসি বলেন, আমি থানায় যোগদান করেই আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এই থানার বিভিন্ন দাগী অপরাধীদের ধরার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি।
আশা করি কুমারখালীকে একটি শান্তির জনপদ হিসেবে উপহার দিতে পারব ইনশা আল্লাহ।