কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কুলসিবাসা ছাগলাপাড়া গ্রামের এক কিশোরী কে শ্লীতাহানির ঘটনার অভিযোগ উঠেছে। প্রতিবেশি গর্জন আলীর ছেলে আকাশ(২৩) এই ঘটনা ঘটিয়েছে। বর্তমানে ওই কিশোরী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকৎসাধীন রয়েছে।
জানা যায়, কুলসিবাসা ছাগলাপাড়া গ্রামের লম্পট আকাশ ওই কিশোরীর বাড়ী থেকে রাত ৮ টার দিকে ফুসলিয়ে ঘর থেকে বাহির করে বাড়ির পাশে নির্জন মাঠে নিয়ে যায়। লম্পট আকাশ ওই কিশোরীকে জোরপূর্বক শ্লীতাহানি করে। আকাশের পা জড়িয়ে ধরে শ্লীতাহানি না করার আকুতি জানালেও সে কথা শোনেনি। ওই কিশোরীকে অস্ত্রের হুমকি দিয়ে বলে এই কথা কাউকে বললে তাকে মেরে ফেলা হবে। ভয়ে ওই কিশোরী চুপ থাকে।
দীর্ঘ ৪-৫ দিন ভাত না খাওয়াই পরিবারের লোকজনের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করলে ওই কিশোরী এই লম্পট আকাশের ঘটনা তাদের খুলে বলে। লম্পট আকাশের চাচাত ভাই বসির, সাব্দার মাষ্টার বিচার করার কথা বলেও বিচার না করায় ওই কিশোরী বিচার না পেয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। আকাশ প্রভাবশালী হওয়ায় মাতব্বর বসির মাষ্টার, সাদবার এই ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে ওই কিশোরীর বাবার সাথে কথা হলে তিনি জানান, সিরাজ মণ্ডল, রহিম মণ্ডল, হালিম বিশ্বাস ও লুৎফর মাষ্টার আমাদের বিচারের কথা বলেছে। আমার দাবি আমার মেয়ের শ্লীতাহানির বিচার চাই। এলাকাবাসী এই ঘটনাই আকাশের শাস্তির দাবিতে ফুসে উঠেছে।