কুষ্টিয়া কুমারখালী উপজেলাধীন গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি বালুটানা গাড়ি লাটাহাম্বা আটক করেছে উপজেলা প্রশাসনেরর ভ্রাম্যমান আদালত।এসময় গাড়ির মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
আজ সোমবার সকালে উপজেলার লালন বাজার সংলগ্ন গড়াই নদী হতে এই কার্য সম্পন্ন করেন উপজেলা সহকারি কমিশার (ভূমি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
এবিষয়ে সহকারি কমিশার (ভূমি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লালন বাজার সংলগ্ন গড়াই নদীতে অবৈধভাবে কে বা কারা বালু উত্তোলন করছে। সংবাদ পেয়েই উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুজ্জামান এর নির্দেশে অভিযান চালিয়ে এই গাড়িটি জব্দ করা হয়,তবে এসময় বালু উত্তোলন কারী কাউকে পাওয়া যায়নি।তিনি আরো বলেন গাড়ির মালিক বা সংশ্লিষ্ট কাউকে না পাওয়া গেলে গাড়িটি নিলামে বিক্রি করা হবে।
এসময় উপস্থিত ছিলেন যদুবয়রা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন,যদুবয়রা ভূমি কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম সহ প্রমুখ।