আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল শুক্রবার ভোররাত চারটার দিকে কানাডার উদ্দেশে রওনা হন।
মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল জানান, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুবুল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তাঁর আরও আত্মীয়স্বজন রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করতে তিনি কানাডায় গেছেন।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা হানিফ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা গেছেন। ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা তাঁর।
হানিফের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে কানাডায় থাকেন। এছাড়া বড় ভাই রবিউল আলম ও এক ছোট বোন কানাডায় থাকেন।
বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও করোনা পরিস্থিতির কারণে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছিলেন না হানিফ। খুব শিগগির তিনি দেশে ফিরে আসবেন বলে জানান তাঁর ব্যক্তিগত কর্মকর্তা। তবে কবে ফিরবেন, এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।
Discussion about this post