সোমবার বিকাল ৩টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলার করোনা পরিস্থিতি ও সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ প্রসঙ্গে এই ভিডিও কনফারেন্সে কুষ্টিয়া জেলার পক্ষে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।
ভিডিও কনফারেন্স সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও কুষ্টিয়া চেম্বার সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী প্রমূখ।
ভিডিও কনফারেন্সে কুষ্টিয়া জেলার অসহায় মানুষের মাঝে খাদ্য নিশ্চিত, কোন ব্যক্তি না খেয়ে থাকবে না, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারি নিয়মে জেলায় যে সকল কাজ হচ্ছে এবং এখনো জেলায় যে সব সমস্যা রয়েছে সে বিষয়ে আলোচনা হয়।