বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ১৪ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৮৩। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৬৩ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও সাত হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ৩৯২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৫১ হাজার ৯৩০টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৩-এ।
গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।
এদিকে দেশে গত ২৮ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় ৫৪৯ জন। এরপর ২৯ এপ্রিল ৬৪১ জন, ৩০ এপ্রিল ৫৬৪ জন, ১ মে ৫৭১ জন, ২রা মে ৫৫২ জন, ৩রা মে ৬৬৫ জন, ৪ঠা মে ৬৮৮, ৫ মে ৭৮৬ জন, ৬ মে ৭৯০ জন, ৭ মে ৭০৬জন, ৮ মে ৭০৯ জন এবং ৯ মে ৬৩৬ জন, ১০ মে ৮৮৭ জন, ১১ মে ১০৩৪ জন, ১২ মে ৯৬৯ ও ১৩ মে সব্বোর্চ ১ হাজার ১৬২ জন করোনা রোগী শনাক্ত হয়।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৪৪ লাখ ৪২ হাজার ৪১৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৬ লাখ ৬৮ হাজার ২৪০ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৯৮ হাজার ৩২২ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ৮৫ হাজার ১৯৭ জন।
যুক্তরাজ্য: ৩৩ হাজার ১৮৬ জন।
ইতালি: ৩১ হাজার ১০৬ জন।
ফ্রান্স: ২৭ হাজার ৭৪ জন।
স্পেন: ২৭ হাজার ১০৪ জন।
ব্রাজিল: ১৩ হাজার ২৪০ জন।
বেলজিয়াম: ৮ হাজার ৮৪৩ জন।
জার্মানি: ৭ হাজার ৮৬১ জন।
ইরান: ৬ হাজার ৭৮৩ জন।
নেদারল্যান্ডস: ৫ হাজার ৫৬২ জন।