চুয়াডাঙ্গায় নতুন করে ৩ পুলিশসহ ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালা ১৭৬ জনে।
শুক্রবার (১৯ জুন) রাতে চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩৯ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার পুলিশের ৩ জন সদস্যসহ ৭জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকি ৪ জন চুয়াডাঙ্গা সদর উপজেলার।
নতুন করে আক্রান্তদের হোম আইসোলেশনে ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে ।
এ পর্যন্ত জেলায় আক্রান্ত ১৭৬ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ জন।মারা গেছেন এক ব্যাংকারসহ ২জন।
Discussion about this post