করোনা প্রতিকারে মাঠে কাজ করা সম্মুখ সারির যোদ্ধা পুলিশের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল কুষ্টিয়ার এনজিও দিশা। গতকাল রোববার দুপুরে দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের হাতে তুলে দেন পিপিই। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও আজাদ রহমান।
দিশার কর্মকর্তারা জানান, কুষ্টিয়া পুলিশ করোনা প্রতিকারে প্রথম থেকেই মাঠে নিয়মিতভাবে কাজ করছেন। ইতিমধ্যে কুষ্টিয়ায় জেলায় তাদের বেশ কিছু কর্মি আক্রান্ত হয়েছে। তারপরও মাঠে সক্রিয়ভাবে কাজ করছে পুলিশ সদস্যরা। এ অবস্থায় কুষ্টিয়া পুলিশের যারা মাঠে কাজ করছেন তাদের সুরক্ষার বিষয়টি মাথায় নিয়ে এনজিও দিশার পক্ষ থেকে পুলিশ সদস্যের জন্য ১০০০পিচ পিপিই উপহার দেয়া হলো। যাতে পুলিশ জনগনের জন্য আরো ভাল ভাবে কাজ করতে পারে।
পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রিস্ক নিয়ে মাঠে কাজ করছে প্রতিটি সদস্য। এ অবস্থায় দিশা মানবিক কারনে পিপিই উপহার নিয়ে পুলিশের পাশে দাঁড়িয়েছে। এ জন্য দিশাকে ধন্যবাদ। জেলার প্রতিটি দুর্যোগে দিশা যেভাবে মানুষের পাশে দাঁড়ায় এ জন্য তারা বরাবরই মানুষের মাঝে জনপ্রিয়। দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলামকে যে কোন মানবিক কাজে সবার আগে মাঠে থাকেন।’
দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম বলেন,‘ দিশা একটি সংগঠন। তারা কুষ্টিয়ার জন্য সব কিছু করতে প্রস্তুত। গত বছর ডেঙ্গু ধরা পড়লে সব সময় রোগীদের পাশাপাশি চিকিৎসকদের পাশে ছিল। আর এ বছর করোনার কারনে খাদ্য সহায়তা নিয়ে যেমন সাধারন মানুষের পাশে রয়েছে, তেমন করোনা যোদ্ধা পুলিশসহ চিকিৎসদের পাঁশে দাঁড়িয়েছে। সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আর সাধারন মানুষকে সচেতন করতে পুলিশ যেভাবে সার্বক্ষনিক কাজ করছে তাতে তারা ঝুঁকির মধ্যে আছে। এ কারনে সামান্য কিছু পিপিই দেয়া হলো পুলিশকে।’