কমছে না পেঁয়াজের বাজারে অস্থিরতা, কুষ্টিয়ার বাজারে রেকর্ড ছাড়ালো পেঁয়াজের দাম। কুষ্টিয়ার বাজারে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি বাড়লো ৩০ থেকে ৪০ টাকা। যা কুষ্টিয়ার পেঁয়াজের বাজারের অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে।
পেঁয়াজের দামের ঝাঁঝে কুষ্টিয়ার ক্রেতাদের চোখে পানি। গত সপ্তাহে পিঁয়াজের দাম কিছুটা কমলেও হঠাৎ করে কুষ্টিয়ার বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে। ভারত থেকে পিঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই বেড়ে চলেছে পিঁয়াজের দাম।
গত সপ্তাহে মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজে আমদানির ফলে বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও সপ্তাহের ব্যবধানে তা আবারও অস্বাভাবিকহারে বেড়েছে। গত সপ্তাহে কুষ্টিয়ার বিভিন্ন খুচরা বাজারে পেঁয়াজের দাম ছিলো ৮০ থেকে ৯০টাকা। সপ্তাহের ব্যবধানে তা বেড়ে হয়েছে ১১০ থেকে ১২০টাকা।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা বাজারে ১৩০ থেকে ১৪০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অথচ এক সপ্তাহে আগেও খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। খুচরা বাজারে এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা দরে। এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। বর্তমানে তা বিক্রি হচ্ছে ১১০ টাকার ওপরে।
কুষ্টিয়ার ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের সংকট আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বাজারে না আসায় দাম বেড়েই চলেছে। আমরা বেশী দামে কিনছি, তাই বেশী দামে বিক্রি করছি।
পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে সাধারন ক্রেতাদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছে, এভাবে অস্বাভাবিকহারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির ফলে তাদের দৈন্দদিন জীবনে প্রভাব পড়ছে।
উল্লেখ্য, গতকাল বানিজ্যমন্ত্রী এক বক্তব্যে বলেন, একমাসের মধ্যে পেঁয়াজের মূল্য কমে আসবে।