ওজনে কম দেওয়ায় কুষ্টিয়া এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডসকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।
আজ মঙ্গলবার (২৯/১০/২০১৯) তারিখ সকালে এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডসকে এ জরিমানা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, আজ মঙ্গলবার কুষ্টিয়া এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিঃকে ৫০ কেজি ওজনে ফিডের বস্তার ওজনে কম থাকার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কিশোর কুমার কুন্ডু ও পুলিশ বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।