রাজধানীর উত্তরায় কুরিয়ার সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠান এসএ পরিবহনের অফিস থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (১৯ মে) সকালে উত্তরার ৬ নম্বরের সেক্টরের আলাওল অ্যাভিনিউয়ের ২০ নম্বর বাড়ির ওই এসএ পরিবহনের অফিস থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাগুলো জব্দ করে র্যাব-৩-এর একটি দল।
এ বিষয়ে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে সকালে উত্তরার ৬ নম্বর সেক্টরের ২০ নম্বর বাড়িটিতে এসএ পরিবহনের অফিসে অভিযান চালানো হয়। র্যাব-৩ এর বিশেষ অভিযানে ইয়াবার এ বড় চালানটি জব্দ করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বেলা ২টায় উত্তরায় এসএ পরিবহনের ওই অফিসটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।