এ বছর মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডে প্রথম হয়েছে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা বিনতে বোরহান।
সে সর্বমোট ১৩০০ নাম্বারের মধ্যে ১২৮৪ নাম্বার পেয়ে যশোর বোর্ড সেরা হয়।
নাজিফা বিনতে বোরহান কলেজ শিক্ষক মো. বোরহান ইসলাম ও ও স্কুল শিক্ষিকা নাজমুন নাহারের কণ্যা।
কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ মোজাম্মেল হক বলেন, ২৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৩৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবং শতভাগ পাশ করতে সক্ষম হয়েছে। এছাড়াও এসএসসিতে প্রাপ্ত সর্বমোট নাম্বার (শারীরিক শিক্ষা ও ক্যারিয়ার শিক্ষার মার্ক যোগ করে) ১৩০০। এর মধ্যে ১২৮৪ নাম্বার পেয়ে নাজিফা বিনতে বোরহান যশোর বোর্ড সেরা হয়েছে।
কোচিংয়ের চেয়ে স্কুলের লেখাপড়ার ওপরই বেশি নির্ভরশীল ছিল এই শিক্ষার্থী।
নাজিফা বিনতে বোরহান বলেন, দীর্ঘ সময় পড়া নয় বরং স্কুলের পড়াগুলো নিয়মিত করেছে তিনি।