ভাষা ও সাহিত্যে অবদান রাখায় এবারে একুশে পদক পেতে যাচ্ছেন কুষ্টিয়ার কৃতি কবি, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষক ও স্থপতি রবিউল হুসাইন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ২১ জন পাচ্ছেন এ পুরস্কার।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
ভাষা ও সাহিত্যে রবিউল হুসাইন, সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া ও মরহুম খালেকদাদ চৌধুরী, ভাষা আন্দোলনে প্রয়াত আ জ ম তকীয়ুল্লাহর সাথে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম। প্রয়াত হুমায়ূন ফরীদিকে অভিনয়ের জন্য পদকে ভূষিত করা হয়েছে।
এ ছাড়াও সংগীতে পদক পাচ্ছেন শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, মো. খুরশীদ আলম ও মতিউল হক খানসহ ২১ জন এ পুরস্কার পাচ্ছেন।
প্রবাসী কবি মইনুল হক মইন বলেন, কবি রবিউল হুসাইন একুশে পদক পেতে যাচ্ছেন এ অর্জন আমাদের জন্য খুবই গর্বের। শুধু আমাদের কুষ্টিয়াবাসীর জন্য গর্ব নয় তিনি সমগ্র বাংলাদেশের অহংকার ও গর্বের।