সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী এ রথযাত্রা উৎসবের আয়োজন করে শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির কমিটি।
গতকাল বিকেলে বিভিন্ন বাদ্যবাজনার তালে তালে উল্টো রথ উৎসব শুরু হয়। রথটি শতশত ভক্তবৃন্দ আনন্দ-উল্লাসে টেনে বড় বাজর সার্বজনীন পূজা মন্দির থেকে টেনে শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গনে নিয়ে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ কান্তি চাকী (খোকন), যুগ্ম-সম্পাদক এ্যাডঃ রমেশ চন্দ্র দত্ত, কুষ্টিয়া জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বিজয় কুমার কেজরীওয়াল, বীর মুক্তিযোদ্ধা চন্দন স্যান্নাল পলাশ, বিশিষ্ট সমাজ সেবক মাধব চন্দ্র কর্মকার, কুষ্টিয়া জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম-সম্পাদক নিলয় কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, কোষাধ্যক্ষ নন্দ কিশোর বিশ্বাস, সহ-কোষাধ্যক্ষ পরেশ রায় নড়–, পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার নেতা তুহিন চাকী, পুরহীত প্রশিক্ষক বাপ্পী বাগচী সহ শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং শহরের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখা ও উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
রথযাত্রা উৎসব বাঙালির এক মিলন মেলায় পরিণত হয়। কুষ্টিয়ার এ রথযাত্রা উৎসবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারী ছিলো। উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। এ রথযাত্রাকে ঘিরে বড় বাজার থেকে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত বসে বিশাল লম্বা এক মেলা। মেলায় বিভিন্ন মুখরোচক খাবার সামগ্রী ছাড়াও বিভিন্ন পসরার সমাহার ঘটে।