কুষ্টিয়ায় সিভিল সার্জন অফিসে চত্বরে চাকুরী জাতীয়করণের দাবিতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) অবস্থান কর্মসূচি করেছে। অথচ স্বয়ং সিভিল সার্জনের উর্দ্ধতন কর্মকর্তা বিষয়টি জানেন না।
এদিকে অবস্থান কর্মসুচীর নামে জেলার ৬টি উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) নিয়ে একযোগে কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয় চত্বরে সমবেত হয়। এসময় জয়বাংলা স্লোগানে চাকুরী জাতীয়করণের দাবিতে একাত্বতা ঘোষনা করেনও তারা।
তবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা বলে জানান সংগঠনের জেলা শাখার সভাপতি মরিয়ম। এ বিষয়ে সিভিল সার্জন ডা: রওশানারা বেগমের সাথে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাঃ শামিউল হক শিমুল জানান, চাকুরী জাতীয়করণের দাবিতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) অবস্থান কর্মসূচি করবেন এমন কথা আমাদের জানায়নি।কিংবা আমাদের উপর থেকে নির্ধেশনা ও আসেনি। তারা অফিস না করে সিভিল সার্জন চত্বরে এসে আড্ডা ও খোশগল্পে মিলিত থাকার কারনে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে বলেও মনে করেন তিনি।
অবস্থান কর্মসূচিতে সিএইচসিপি এ্যাসোসিয়েশন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মরিয়ম, সাধারণ সম্পাদক ওয়ািলিউল্লাহ বক্তব্য রাখেন।
তাদের দাবী সিএইচসিপি দেশের প্রতন্ত অঞ্চলের দারিদ্র জনগোষ্ঠির দারগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে অক্লান্ত পরিশ্রম করে আসছি। কিন্তু ঘোষনা থাকা স্বত্ত্বেও আমাদেরকে ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধিসহ অন্যান্য মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
এ অবস্থায় আমরা মানবেতর জীবন যাপন করছি। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ঘোষনা করা হবে বলে জানান তারা। জেলার ৬টি উপজেলার দুই শতাধিক সিএইচসিপি এই অবস্থান কর্মসূচি পালন করে।