আজ ১৬ই ডিসেম্বর ৪৮ তম মহান বিজয় দিবস উপলক্ষে যুদ্ধহত বীর মুক্তুযোদ্ধা জয়নাল আবেদীন এর সহযোগীতায় আলোচনা সভাতে কেক কেটে ৪৮ তম মহান বিজয় দিবস পালন অনুষ্ঠিত হয় উত্তর মিরপুর গ্রামে।
এবং আলোচনা সভাতে আওয়ামীলীগ সরকার এর হাত ধরে দেশ কে আরো শক্তিশালী এবং এগিয়ে যাওয়ার আশ্বাস নিয়ে আগামী দিনের পথ চলা। দেশের মানুষের সুসাস্থ কামনা করে দেশের কথা ভেবে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান এর হাতধরে ১৯৭১ সালের আজকের এই দিনে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে স্বকৃতি পাই।
তাই দেশের সকল মানুষ কে ধর্ম ও জাতি ভেদাভেদ ভুলে সবাই কে একত্র হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত কে শক্তি শালী করার আপ্রায়ন চেষ্টা করার আহবান।
একটা সাহসী প্রজন্মের হাত ধরে এসেছিলো আমাদের বিজয়, যারা দেশটাকে দেখে রাখার দায়িত্বটা নিয়েছিলো। এখন লাল-সবুজ এই পতাকার ভার কাঁধে নিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরই। বিজয়ের দিনে উত্তর মিরপুর এর পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও ভালোবাসা।
৪৮তম বিজয় দিবসের এই শুভক্ষণে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদকে; স্মরণ করছি দু’লক্ষ মা-বোনকে, যাঁদের অসামান্য আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ এর স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর আহ্বানে সাড়া দিয়ে ৯ মাসের মরণপণ যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে। সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।