কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইসমাইল ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে। হাটশ হরিপুর নতুন ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ মডেল থানার এস আই খালিদ সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে ইসমাইলকে আটক করে।
জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় মাদক কেনা বেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইসমাইলকে আটক করা হয়েছে। সে হাটশ হরিপুর ইউনিয়নের বাজার এলাকার হাসান হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।