Tuesday, March 5, 2024
প্রচ্ছদশিক্ষাশিক্ষাঙ্গনইবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামী পন্থিদের সংখ্যাগরিষ্ঠতা

ইবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামী পন্থিদের সংখ্যাগরিষ্ঠতা

Published on

ইবি প্রতিনিধি:- ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এ ফলাফল প্রকাশিত হয়। ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ।

ঘোষিত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ১২৩ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন পেয়েছেন ৯৮ ভোট।

সহ-সভাপতি হিসেবে ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মোহাঃ মেহের আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু সিনা পেয়েছেন ১১৩ ভোট।

সাধারণ সম্পাদক হিসেবে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান পেয়েছেন ১৪১ ভোট।

১২৭ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. মোহাঃ মিজানুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন পেয়েছেন ১১১ ভোট। কোষাধ্যক্ষ হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোছাঃ শেলীনা নাসরীন নির্বাচিত হয়েছেন ১২৩ ভোট পেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম পেয়েছেন ১১৫ ভোট।

এছাড়াও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান (১২৩ ভোট), গণিত বিভাগের অধ্যাপক ড. এস.এম মোস্তফা কামাল (১২৮ ভোট), ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন (১৩৮ ভোট), বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম (১৩৭ ভোট), ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান (১৩৬ ভোট) , ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ (১৩৩ভোট), ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান (১২৪ ভোট), আইন বিভাগের শিক্ষক ড. আনিচুর রহমান (১৩১ ভোট), বাংলা বিভাগের অধ্যাপক ড. মো রসিদুজ্জামান (১২৪ ভোট), আইন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহার (১২২ ভোট) ইবি শিক্ষক সমিতির মোট ভোটার আছেন ৩৯৬ জন। এর মধ্যে ভোট দেন ৩৪৬ জন। ভোট বাতিল হয়েছে ২ টি।

নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের প্যানেল থেকে সভাপতি ও সহ-সভাপতিসহ ১৫টি পদের মধ্যে ১০টি পদে জয় লাভ করেছেন শিক্ষকরা। অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থী বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের প্যানেল থেকে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ৫টি পদে জয় পেয়েছেন।

উল্লেখ্য, এর আগে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা ৩০ পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে এ ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। প্রতিষ্ঠানটি ১৪ ক্যাটাগরির একাধিক পদে লোকবল...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাইলিংয়ের সময় ক্রেন ছিড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের পাশে পাইলিংয়ের সময় মাথার আঘাত পেয়ে দুর্ঘটনাবশত...

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে...