Monday, September 25, 2023
প্রচ্ছদশিক্ষাশিক্ষাঙ্গনইবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগে মানববন্ধন

ইবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগে মানববন্ধন

Published on

নিজ বিভাগের ছাত্রীকে হুমকি ও নিপীড়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক সঞ্জয় কুমারের বিচার চেয়ে মানববন্ধন করেন তারা। ছাত্রীকে হয়রানির ঘটনায় ক্যাম্পাসজুড়ে সমালোচনা চলছে।

ক্যাম্পাস সূত্র জানায়, ঘটনার সুষ্ঠু বিচার ও শিক্ষক সঞ্জয় কুমারের বিচার দাবি করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুর দেড়টার দিকে প্রশাসন ভবনের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।

এ সময় শিক্ষার্থীরা প্রশাসনের কাছে অভিযুক্ত শিক্ষককের বিচার ও ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়। তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তারা সঞ্জয় কুমারের বহিষ্কার ও বিচার দাবি করা হয়। একই সঙ্গে ক্যাম্পাসে যেন কোনো ছাত্রী যৌন নিপীড়ন ও মানসিক হেনস্থার শিকার না হন সে দাবিও করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ছাত্রীকে যৌন হয়রানির ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতন ও যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের অধীনে ওই শিক্ষকের বিচার করার দাবি জানাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রোববার বেলা ১১টায় আবারও মানববন্ধন করা হবে।

এদিকে, একই বিভাগের ছাত্রীকে নিপীড়নের ঘটনায় গত তিনদিন ধরে ক্যাম্পাসে ওই শিক্ষককে নিয়ে তীব্র সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসসহ বিভিন্ন স্থানে অভিযুক্ত শিক্ষকের বিচার ও বহিষ্কারের দাবি করা হয়। এখন পর্যন্ত ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-উর রশিদ আসকারী বলেন, ঘটনাটি আমি নিজেই প্রাথমিকভাবে যাচাই-বাছাই শুরু করেছি। বিষয়টি নিয়ে ওই বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলব। সত্যতা পেলে নারী নির্যাতন ও যৌন নিপীড়ন প্রতিরোধ সেলকে জানানো হবে। ছাত্রীর অভিযোগ যদি সত্য হয় তাহলে ওই শিক্ষককে শাস্তি পেতে হবে।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। প্রতিষ্ঠানটি ১৪ ক্যাটাগরির একাধিক পদে লোকবল...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাইলিংয়ের সময় ক্রেন ছিড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের পাশে পাইলিংয়ের সময় মাথার আঘাত পেয়ে দুর্ঘটনাবশত...

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে...