ইসলামী বিশ্ববিদ্যালয়ে “ল” এয়্যারনেস এন্ড ভ্যালুস ডেভলপমেন্ট সেন্টার এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন ২০১২-১৩ শিক্ষাবর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাকিব এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ২১০৪-১৫ শিক্ষাবর্ষের আইন বিভাগের মারুফ।
মোট ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংগঠনটি বিভিন্ন সামাজিক সচেতনতামুলক কার্যক্রম এর সাথে জড়িত। ২০১৪ সালে প্রফেসর ড. রেবা মন্ডল শিক্ষার্থীদেরকে আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
সংগঠনটি ইতিমধ্যে বিভিন্ন স্কুল এবং কলেজে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই পর্যন্ত তারা সংগঠনটি ২০ টির বেশি স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে আইন সচেনতা ও মূল্যবোধ এবং বিভিন্ন মোটিভেশনাল সভা এবং সেমিনার করেছে।
এই বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডল জানান মানবতার সেবাই আমাদের প্রধান লক্ষ্য এবং সেই সাথে সংগঠনটি বিভিন্ন সচেতনতামুলক কাজের সাথে জড়িত এই ধারা নতুন নেতৃত্ব অব্যাহত রাখবে আশ করি। সংবাদ বিজ্ঞপ্তি