ইসলামী বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বিকাল ৫টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামের সামনে অনুষ্ঠিত সভায় নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন সদ্য বিদায়ী সভাপতি মোরশেদ হাবীব।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১১-১২ শিক্ষাবর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ইমরান নাজির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আখতার হোসেন আজাদ। সহ-সভাপতি শারমিন আক্তার, আরিফুজ্জামান, যুগ্ন-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, আব্দুর রউফ, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, ক্লাব সার্ভিস ডিরেক্টর তাসমিমা আলম রিতু, সার্জেন্ট শামিমুল ইসলামসহ মোট ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।
নতুন সভাপতি তার বক্তব্যে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবকে একটি মডেল ক্লাব হিসেবে পরিণত করব। সাধারণ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে মূখ্য ভূমিকা পালন করে যাবো।
এ সময় তিনি বার্ষিক পরিকল্পনা পাঠ করেন। উল্লেখ্য, গত ২২ জানুয়ারী ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের আগাম-নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের সংবিধান মোতাবেক নব-গঠিত কমিটি ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।
আক্তার হোসেন আজাদ
ইবি