কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া খালপাড়ায় শৈলকূপা থেকে এসে রামচন্দ্রকুন্ডু(৬০) নামে এক ব্যক্তি তৈরি করছে এই জর্দ্দা।
সরেজমিনে যেয়ে দেখা যায়, প্যাকেটের গায়ে লেখা আছে ৩ কন্যা জর্দ্দা ফ্যাক্টারি নাগীরহাট, শৈলকূপ, ঝিনাইদাহ। কিন্তু নাম শৈলকূপা থাকলেও তৈরি হচ্ছে কুষ্টিয়া বিত্তিপাড়া খালপাড়ায়। বিএসটিআই অনুমোদন ব্যতিত এই জর্দ্দা বাড়িতে বসে বিভিন্ন ক্ষতিকর ক্যামিক্যাল ব্যবহার করে তৈরি করা হচ্ছে। এখান থেকে বিক্রয় প্রতিনিধি বাজারে নিয়ে বিক্রয় করছে এই ক্ষতিকর জর্দ্দা।
নাগীরহাট গ্রামে রামচন্দ্রকুন্ডুর প্রথম স্ত্রী থাকলেও এখানে এসে দ্বিতীয় বিবাহ করে এই ভূয়া ব্যবসা চালিয়ে যাচ্ছেন। গতকাল এ ব্যাপারে রামচন্দ্রকুন্ডুর মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, বিত্তিপাড়া বাজারে আসেন।
এলাকাবাসী ভূয়া জর্দ্দা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নেওয়ার দাবি জানিয়েছেন।