কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম গ্রামের রাব্বি হাসান(১১) নামে এক শিশুকে চুরির অপবাদ দিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ করেছে শিশু রাব্বির মা।
জানাযায়, উজানগ্রামের প্রবাসি বাবলু হোসেনের ছেলে ও বিত্তিপাড়া ইকরা মডেল স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র শিশু রাব্বি গত বুধবার বাজার থেকে বাড়ি আসার পথে অতর্কিত ভাবে উজানগ্রাম গ্রামের ইদ্রিস আলীর ছেলে সুজন(২৫) ও একই গ্রামের উজ্জলের স্ত্রী রুপা(৩২) ও মেয়ে নীলা(১৬) তাকে লাঠি দিয়ে বেধরক মারধর করে। নির্যাতন সইতে না পেরে শিশু রাব্বি মাটিতে লুটিয়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার মাকে খবর দেয়। এ সময় শিশু রাব্বির মা ঘটনাস্থলে এসে দেখে তারা সন্তানকে নির্মম নির্যাতন করা হয়েছে। আহত শিশু রাব্বি মাটিতে পেড়ে আছে। মা রেখা শিশু রাব্বিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৬ নং ওয়ার্ডে ভর্তি করে।
বুধবার রাতে এব্যাপারে আহত শিশু রাব্বির দাদা এলাহি বাদী হয়ে শিশু নির্যাতন দমন আইনে কুষ্টিয়া ইবি থানায় উজ্জলের স্ত্রী রুপা(৩২) ও মেয়ে নীলা(১৬) এর নামে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ইবি থানা অফিসার ইনচার্জ রতন শেখ ঘটনাস্থলে যেয়ে মুল আসামী রুপা(৩২) কে গ্রেফতার করে কুষ্টিয়া কোর্ট হাজতে প্রেরণ করে। এব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখের কথা হলে তিনি জানান, প্রথম আসামী রুপাকে গ্রেফতার করা হয়েছে এবং দ্বিতীয় আসামী নীলা পলাতক রয়েছে।