কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন মৃত্তিকাপাড়া গ্রামে গতকাল দুপুরে ইবি থানা পুলিশ অভিযান চালিয়ে আক্কাস আলী মোল্লা(৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় আক্কাস আলী মোল্লার নিজ বাড়ি থেকে গাঁজা সহ ৫ টি গাঁজা গাছ জব্দ করা হয়।
এ ব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করি। সেখান থেকে আক্কাস আলী মোল্লা নামের এক বৃদ্ধ মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তার বাড়ির পেছন থেকে গাঁজা সহ ৫টি গাঁজা গাছ জব্দ করা হয়।
তিনি আরো জানান, এই গাঁজা গাছ থেকে সে এলাকায় গাঁজা বিক্রয় করতো। আটককৃত আক্কাস আলী মোল্লা ইবি থানাধীন মৃত্তিকাপাড়া গ্রামের মৃত আফতাব আলী মোল্লার পুত্র। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।