কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার অভিযানে গতকাল ২ জন সাজাপ্রাপ্ত ও ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, ইবি থানার বরইটুপি গ্রামের মৃত আদিল উদ্দিনের পুত্র সাজাপ্রাপ্ত আসামী আলমগীর ও ঝাউদিয়ার বাদলের পুত্র মহির উদ্দিন, সোনাইডাঙ্গা গ্রামের জামাত আলীর পুত্র ওয়ারেন্টভূক্ত আসামী জালাল, শিবপুর গ্রামের এয়ার আলী শেখের পুত্র নজরুল ইসলাম, শান্তিডাঙ্গা গ্রামের দুলাল মোল্লার পুত্র ফারুক হোসেন, শ্যামপুর গ্রামের মৃত শমসের আলীর পুত্র শহিদুল ইসলাম তার ভাই মহির উদ্দিন ও বিপুল হোসেন এবং ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের মৃত জাফর শেখের পুত্র বকুল হোসেন।
আসামীদের সবাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ইবি থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯ জন আসামী গ্রেফতার করা হয়।
এরা বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী। এদের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত ও ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী।