কোটা সংস্কার আন্দোলন ঠেকাতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার শাখা ছাত্রলীগের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। তবে ছাত্রলীগের অবস্থানকে উপেক্ষা করেই একত্রিত হওয়ার চেষ্টা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল থেকেই দলীয় টেন্টসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। এদিকে ছাত্রলীগের হার্ডলাইনকে উপেক্ষা করেই ক্লাস-পরীক্ষা বর্জন করে অনলাইনে ও পৃথক পৃথকভাবে জমায়েতের চেষ্টা করেছে আন্দোলনকারীরা।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও আটকের প্রতিবাদ এবং সংসদে প্রধানমন্ত্রীর দেয়া কোটা বাতিলের ঘোষণা দ্রুত সময়ে প্রজ্ঞাপন আকারে জারি চেয়ে আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা।