ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার মানজারে আলম মিরুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার রাতে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মিরু। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
পৃথক বার্তায় শোক প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
শোক বার্তায় তারা উপ-রেজিস্ট্রার মানজারে আলম মিরু’র অকাল মৃত্যুতে গভীর শোক ও দুংখ প্রকাশ করেন। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
সোমবার সকাল ১১টায় ক্যাম্পাসের সামাজিক বিজ্ঞান অনুষদের পাশে আমবাগানে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
বাদ আছর কুষ্টিয়ার কমলাপুর নিজ গ্রামে দ্বিতীয় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।