ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইংরেজী বিভাগের শিক্ষক প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর উপর বর্বরোচিত, কাপুরুষিত, অতর্কিত সসস্ত্র হামলার প্রতিবাদে বিচারের দাবিতে প্রতিবাদ র্যালি করেছে ইংরেজী বিভাগ।
র্যালি টি বেলা ১১টায় অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে প্রশাসন ভবনের সামনে দিয়ে অগ্রসর হয়ে আবার অনুষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী অংশ নেন। র্যালি শেষে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বাংলা বিভাগও যোগ দেয়।
মানববন্ধনে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইংরেজী বিভাগের শিক্ষক প্রফেসর ড.এম শাহিনুর রহমান, বিভাগের সভাপতি প্রফেসর ড. আখতারুল ইসলাম, প্রফেসর ড. মামুনুর রহমান, প্রফেসর ড. মিজানুর রহমান।
এসময় উপ-উপাচার্য প্রফেসর ড.এম. শাহিনুর রহমান বলেন, “উপাচার্যের উপর প্রাণনাশের হুমকি আমাদের জন্য কলঙ্কিত এক দুঃসংবাদ। যারা নেপথ্যে ইন্ধন জুগিয়েছেন এবং হামলার সাথে জড়িত তাদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে পরবর্তীতে কেউ এইরকম হামলার কথা চিন্তাও করতে না পারে”।
বিভাগের ৩য় বর্ষের ছাত্র রায়হান বলেন “ভিসি স্যারের উপর ন্যাক্কারজনক এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে এ ঘটনার বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে”