ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৬ ফেব্রুয়ারি থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে।
শীতকালীন ছুটি উপলক্ষে ৬ ফেব্রুয়ারি হতে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে এ ছুটি চলাকালীন সময়ে আবাসিক হলসমূহ খোলা রাখা হবে।
১৫ ও ১৬ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় ১৭ ফেব্রুয়ারি হতে যথারীতি ক্লাস ও অফিসসমূহ চলবে।
উল্লেখ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের ছুটির তালিকা অনুযায়ী ২৫ ডিসেম্বর ২০১৭ হতে ৩ জানুয়ারি ২০১৮ পর্যন্ত শীতকালীন ছুটি থাকলেও ৭ জানুয়ারি ২০১৮ চতুর্থ সমাবর্তন উপলক্ষে ক্যালেন্ডারের এ ছুটি পরিবর্তন করা হয়।