ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সয়ংসম্পূর্ন করতে যুক্ত করা হলো অত্যাধুনিক দুইটি হিনো বাস।
মোঃ তামজীদুল হক ফাহিম, ইবি প্রতিনিধি:- শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টায় প্রশাসন ভবনের সামনে ৫২ সিটের নতুন দুইটি হিনো বাসের উদ্ভোধন করা হয়। উদ্ভোদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।
উদ্ভোধনের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ ড. সেলিম তোহা, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, সাবেক প্রক্টর ও সিন্ডিকেট সদস্য ড. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আব্দুল লতিফ প্রমুখ।
পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান-এর সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের দুর্বল পরিবহন খাতকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। কারণ বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতির প্রধান কারণ এই পরিবহন খাত।
তিনি জানান, ছয়টি কোস্টার গাড়ি আমরা পরিবহন পুলে সংযুক্ত করেছি, যা শিক্ষক-কর্মকর্তারা ব্যবহার করছেন। আর নতুন এ বাস দুইটি শিক্ষার্থীরা ব্যবহার করবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান প্রশাসনের নেতৃত্বে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
পরিবহন পুলে দুইটি নতুন গাড়ি সংযুক্ত হওয়ায় ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা আনন্দ প্রকাশ করে বলেন, আমরা এভাবেই এগিয়ে যেতে চাই।