কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের উপ-হিসাব পরিচালক মোঃ ছিদ্দিক উল্যা একই বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গতকাল শনিবার অফিস শুরুর প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফের কার্যালয়ে তিনি যোগদানপত্র প্রদান করেন। উপ-হিসাব পরিচালক (অডিট) শেখ মোঃ জাকির হোসেন, উপ-হিসাব পরিচালক মোঃ সোরওয়ার্দী হোসেন, মিন্টু কুমার বিষ্ণু, মোঃ বদরুজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান, উপ-পরিচালক (বাজেট) মোঃ ইসরাইল হোসেনসহ বিভাগের অন্যান্য কর্মকর্তবৃন্দ এসময় সেখানে উপস্থিত ছিলেন।
গত ২৭ জুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ষাট বছর পূর্ণ হওয়ায় মোঃ আকামদ্দীন বিশ্বাসের অবসরোত্তর ছুটিতে গমনের পরিপ্রেক্ষিতে তাঁর স্থলে ৩০ জুন ২০১৮ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপ-হিসাব পরিচালক মোঃ ছিদ্দিক উল্যাকে ভারপ্রাপ্ত হিসাব পরিচালক হিসাবে ভাইস-চ্যান্সেলর দায়িত্ব প্রদান করেছেন।
এদিকে, নব নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত হিসাব পরিচালককে অভিনন্দন জানাতে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি দূপুরে দ্বিতীয় প্রশাসন ভবনস্থ সমিতির কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আলীমুজ্জামান (টুটুল), ভারপ্রাপ্ত হিসাব পরিচালক মোঃ ছিদ্দিক উল্যা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ আতাউল হক, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ নওয়াব আলী খান, উপ-হিসাব পরিচালক (অডিট) শেখ মোঃ জাকির হোসেন, কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের উপ-গ্রন্থাগারিক মোছাঃ শাহনাজ বেগম এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-রেজিস্ট্রার মীর জিল্লুর রহমান বক্তব্য প্রদান করেন।
বক্তাগণ সৎ ও অভিজ্ঞ উপ-হিসাব পরিচালক মোঃ ছিদ্দিক উল্যাকে ভারপ্রাপ্ত হিসাব পরিচালকের দায়িত্ব প্রদান করায় প্রশাসনকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও একইভাবে কর্মকর্তাগণের মধ্য হতে অফিস প্রধান নিয়োগের আবেদন জানান তাঁরা। কর্মকর্তা সমিতি ফুলের তোড়া উপহার দিয়ে নবনিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত হিসাব পরিচালককে অভিনন্দন জানান। এ
ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন, অফিস প্রধানগণ, বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের পক্ষ থেকেও তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি