মোঃ তামজীদুল হক, ইবি প্রতিনিধি:- ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদ্য চালু হওয়া চারুকলা বিভাগের প্রথম সভাপতি হলেন ড. মামুনুর রহমান। বর্তমানে তিনি ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
আজ (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. মামুনুর রহমান ইংরেজি বিভাগের সাবেক সভাপতি, সাবেক পরিবহন প্রশাসক, সাবেক প্রভোস্ট, সাবেক হেকেপ প্রজেক্টের প্রকল্প পরিচালক এবং বর্তমান ইবি বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ইবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্বপালন করেছেন ও করছেন।